বেসরকারি হাসপাতালে ‘চাকরি করায়’ সরকারি হাসপাতালের চিকিৎসককে শোকজ

সরকারি চিকিৎসক হয়ে বেসরকারি হাসপাতালে চাকরির অভিযোগে ফেনী সদর হাসপাতালের এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 12:58 PM
Updated : 20 Feb 2017, 12:58 PM

সোমবার ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর এ তথ্য জানান।

অভিযুক্ত চিকিৎসক ফরহাদুল ইসলাম ভূঁইয়া ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও)।

সিভিল সার্জন শাহরিয়ার কবীর বলেন, “রোববার সাংবাদিকের মাধ্যমে জানতে পারি আমাদের চিকিৎসক ফরহাদুল ইসলাম ভূঁইয়া রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রায় তিন বছর ইএমও হিসেবে চাকরি করছেন। বিষয়টি নিয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।”

নোটিশের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন বছর আগে ফরহাদুল ইসলাম ভূঁইয়া ফেনী জেলা সদর হাসপাতালে যোগদান করেন বলে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান।

“ফরহাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চাকরির বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। এ জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং নোটিশের জবাব দিবেন বলে জানিয়েছেন।”

এ নিয়ে কথা বলতে চিকিৎসক ফরহাদুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোন যোগাযোগের একাধিকবার চেষ্টা ও এসএমএস দিলেও কোনো সাড়া দেননি।