লিটনের আসনে উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দুর্বৃত্তের গুলিতে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আসন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এর উপ নির্বাচনে নয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 01:59 PM
Updated : 19 Feb 2017, 02:00 PM

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রোববার এ প্রার্থীরা মনোনয়ন জমা দেন বলে জানান নির্বাচনের রিটানিং কর্মকর্তা রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি (জেপি) মনোনীত ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোহাম্মদ আলী প্রামানিক, ন্যাশনাল পিপল্স পার্টির জিয়া জামান খাঁন, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (বীর প্রতীক), নওশের আলী ও ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন।

এদের মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, উপ-নির্বাচনে অংশ নিতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তাদের মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খাঁন এবং আওয়ামী লীগ নেতা সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন মনোনয়পত্র জমা দেননি।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ২২ মার্চ ভোট গ্রহণে কথা রয়েছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন এমপি লিটন । পরে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশন তার শূণ্য আসনে নির্বাচনের তফশিল ঘোষণা করে।