গাজীপুরে ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে একটি হত্যা মামলায় এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 01:29 PM
Updated : 19 Feb 2017, 01:30 PM

রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রুবেল শামা (২৬), সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার কাঠালবাড়ি ভোগরা বাজার এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি মো. হারিছ উদ্দিন আহম্মেদ।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুরের ভাংনাহাটি গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে আসামিরা ডাকাতি করার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতরা আব্দুস ছোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ছোরা ধরলে তার ছেলে চিৎকার শুরু করে।

“এতে আশ পাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার সময় দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে মোস্তফা কামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর ডাকাতদের হামলায় আব্দুস সোবহানের বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হন।”

এ ঘটনায় নিহতের চাচা মো. আবদুস সোবাহান বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানা এসআই অচিন্ত দেবনাথ তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে ২০১৩ সালে ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। ২০১৫ সালে ১৫ সেপ্টেম্বর বিচার শুরু হয়।