সেতু ভেঙে জামালপুর-মাদারগঞ্জ যোগাযোগ বন্ধ

জামালপুরের মেলান্দহে ট্রাকসহ একটি সেতু ভেঙে পড়ে জেলা সদরের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 10:02 AM
Updated : 19 Feb 2017, 12:38 PM

রোববার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা বেইলি ব্রিজ ভেঙে যায় বলে জানান জামালপুর সড়ক বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী খন্দকার মো. শহীদুল আলম।

তিনি বলেন, দুপুরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী সিমেন্ট ভরতি একটি ট্রাক দাঁতভাঙ্গা ব্রিজের উপর উঠলে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ায় জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১৮৫ মিটার দীর্ঘ সেতুটির  ৩৭ মিটার ভেঙে পড়েছে। ট্রাকটিতে ৩৫ টন সিমেন্ট ছিল বলেও জানান তিনি।

 

সেতু মেরামত করে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে অন্তত সাত দিন সময় লাগবে জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা।

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।