মানিকগঞ্জে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 09:07 AM
Updated : 19 Feb 2017, 09:09 AM

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম (৩৫) সদর উপজেলার কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার জানান, ২০০৮ সালের ৩ অক্টোবর বাড়ির সীমানা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী কৃষক আয়নাল হোসেনকে (৪৫) লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওইদিনই আয়নালের বাবা কফিল উদ্দিন সদর থানায় একটি হত্যা মামলা করেন।

পিপি বলেন, মামলার এজাহারে নূরুল ইসলাম, তার বাবা হযরত আলী, প্রতিবেশী আক্কাস আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর মধ্যে অভিযোগ প্রমাণ না হওয়ায় নূরুলের বাবা হযরত আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে খালাস দেওয়া হয়। আর মামলা চলাকালীন আক্কাস আলী মারা যান বলে জানান পিপি।