বগুড়ায় গ্রেনেড, গুলি উদ্ধার

বগুড়া সদরে মাটি খোঁড়ার সময় গ্রেনেড, গুলিসহ বেশকিছু গোলাবারুদ পাওয়া গেছে, যেগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 06:49 AM
Updated : 19 Feb 2017, 06:50 AM

রোববার সকালে উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে ছয়টি গ্রেনেড, এসএমজি ও এলএমজির ২৪ রাউন্ড গুলি, এসএমজির তিনটি ম্যাগজিন ও এলএমজির ১০টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ওই গ্রামের প্রয়াত কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছেন। বাড়ির পাশে সেফটিক ট্যাংক নির্মাণের জন্য সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজ করছিলেন।

“প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পান। পাতিল ভেঙে গোলাবারুদগুলো দেখে পুলিশে খবর দেওয়া হয়।”

পরে পুলিশ গিয়ে জংধরা ওই গোলাবারুদ উদ্ধার করে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, গুলি, ম্যাগজিন ও গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।