গাজীপুরে আগুনে পুড়ল ওয়ার্কশপ, রিকশার গ‌্যারেজ

গাজীপুরের চতরবাজার ও ভোগড়া এলাকায় অগ্নিকাণ্ডের দুটি ঘটনায় পুড়ে গেছে একটি খাবারের দোকান, একটি ওয়ার্কশপ ও একটি রিকশার গ‌্যারেজ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 05:06 AM
Updated : 19 Feb 2017, 05:08 AM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, শনিবার শেষ রাতে ও রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।

সকাল সাড়ে ৭টার দিকে ভোগড়া এলাকার কলম্বিয়া নামের একটি খাবারের দোকানে রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে মালামালসহ সম্পূর্ণ দোকান পুড়ে যায়।  

এর আগে রাত সাড়ে ৩টার দিকে চতরবাজার এলাকায় একটি ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন ধরে যায় এবং পরে পাশের রিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ওই ওয়ার্কশপ ও কয়েকটি রিকশাসহ গ্যারেজটি পুড়ে যায় বলে হাসিবুল জানান।

তিনি বলেন, দুটি ঘটনাতেই জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসব ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।