রুয়েটে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

তিন সপ্তাহের আল্টিমেটাম দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 01:46 PM
Updated : 18 Feb 2017, 01:46 PM

শনিবার এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী জানান।

গত ২৮ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু করে। পরে কয়েকজন শিক্ষকসহ উপাচার্যকে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ রাখার এ দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে ‘অসদাচরণকারী’ শিক্ষার্থীদের শাস্তির দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন।

নীরেন্দ্রনাথ মুস্তাফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন সপ্তাহের মধ্যে অসদাচরণকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা না হলে আবারও কর্মবিরতিতে যাব আমরা।”

রোববার থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু করবেন বলে জানান তিনি।