বিএনপির কথা শুনবেন না: মন্ত্রী মোশাররফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি সবকিছুতেই শুধু মানি না মানবো না বলে; তাই তাদের কোনো কথা শুনবেন।

কুড়িগ্রাম প্রতিনিধিলালমনিরহাট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 01:07 PM
Updated : 18 Feb 2017, 01:17 PM

শনিবার দুপুরে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল ভিতরকুটি-বাশঁপচাই এলাকায় এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমরা প্রধান নিবার্চন কমিশনার নিয়োগ দিলাম। কিন্তু বিএনপি তা মানে না। তারা (বিএনপি) সবকিছুতেই শুধু মানি না, মানবো না বলে থাকে।

“তাই আপনারও বিএনপির কোনো কথা শুনবেন। কারণ বিএনপি চায়, আমরা গরীব থাকি; ভিক্ষা করি।”

তিনি বলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছেন তাতে করে ২০২১ সালের পর আমরা যখন মধ্যম আয়ের দেশে পরিণত হব, তখন আর আমাদেরকে কারও কাছে হাত পাততে হবে না।”

আমরাই তখন অন্যকে সাহায্য করবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি ২০২১ সাল পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, তারপর অন্য দল নিয়ে ভাবুন।

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, লালমনিরহাট জেলা প্রশাসক আবু ফযেজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

পরে তিনি ধরলা নদীর উপর নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, ফুলবাড়ী নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাওঁ, ধরলা সেতুর প্রকল্প পরিচালক আল্লা হাফিজ, ছিটমহল বিষয়ক প্রকল্প পরিচালক আশরাফুল হক, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, প্রকৌশলী শামসুল আরেফিন খান প্রমুখ।

সেখান থেকে মন্ত্রী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

সেখানে এক মত বিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

এরআগে মন্ত্রী কালিরহাট বাজার সংলগ্ন নীলকোমল নদীর উপর দেড় কোটি টাকা ব্যয়ে ৩৬ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর এগার মাথা মোড়ে মন্ত্রীর বহনকারী গাড়ির একটি গাড়িরর সঙ্গে পেছনের পাঁচটি গাড়ি ধাক্কা খেয়ে মন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রোটোকলে থাকা একটি গাড়ি আকস্মিক গতি রোধ করলে পেছনের পাঁচটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।

এতে মন্ত্রীর গাড়িটির পেছনের বাম্পার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে প্রধান প্রকৌশলীর গাড়িটি।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।