সাংবাদিক শিমুল হত্যা: রিমান্ড শেষে ৬ আসামি কারাগারে

সাংবাদিক শিমুল হত্যায় গ্রেপ্তার শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয়জনকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 12:53 PM
Updated : 18 Feb 2017, 12:53 PM

শনিবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কেএম নাসির উদ্দিন, আরশেদ আলী, নাজমুল খা, জহির মৃধা ও আলমগীর হোসেন।

শাহজাদপুর থানার পরির্দশক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ওই ছয়জনকে পাঁচদিনের রিমান্ড শেষে শনিবার সকালে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি ওই মামলায় গ্রেপ্তার ছয়জনতে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করলে ছয়জনকেই পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন আদালত।