টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 10:12 AM
Updated : 18 Feb 2017, 10:25 AM

শনিবার ভোরে শাহপরীর দ্বীপ ও হেচ্ছারখাল সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় দুটি নৌকা জব্দ করা হয়েছে বলে কোস্টগার্ড ও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার তাসকিন রেজা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়।

“ভোরে মিয়ানমার দিক থেকে আসা একটি নৌকা তীরের কাছাকাছি দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দিলে পাচারকারীরা নৌকাটি তীরে ভিড়িয়ে পালিয়ে যায়।

“পরে তল্লাশি করে সাতটি বস্তা পাওয়া যায়। ওই বস্তা খুলে পাওয়া যায় পাঁচ লাখ ইয়াবা।”

উদ্ধার ইয়াবার মূল্য ২৫ কোটি টাকা বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এছাড়া হেচ্ছাখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

তিনি বলেন, বিজিবির টহল দলের সদস্যরা মিয়ানমার দিক থেকে আসা একটি নৌকা দেখতে পেয়ে থামার জন্য সংকেত দেয়। এসময় ২/৩ জন পাচারকারী নৌকাটি নদীর পাড়ে ভিড়িয়ে প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যায়।

“পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান মেজর রাসেল।