গোপালগঞ্জে দুর্ঘটনায় ছাত্র নিহত, বাসে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহতের পর বিক্ষুব্ধ জনতা বাসটি জ্বালিয়ে দিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 08:47 AM
Updated : 18 Feb 2017, 09:34 AM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এরপর এলাকাবাসী গোপালগঞ্জ-কোটালীপাড়-পয়সারহাট সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

নিহত সিয়াম (৬) কোটালীপাড়া কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রথম শ্রেণির ছাত্র এবং উপজেলা সদরের উলাহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক জানান, স্কুল ছুটির পর সিয়াম বাড়ি যাচ্ছিল। কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

“এরপর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। পরে তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।”

কামরুল ফারুক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের জন্য স্থানীয়দের সাথে কথা বলছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি।”