বরিশাল-কুয়াকাটা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

অবৈধ যানবাহন বন্ধ করাসহ তিন দফা দাবিতে বরগুনা-বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কের বাস ধর্মঘট দুই দিনের মাথায় প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

বরিশাল প্রতিনিধিবরগুনা ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 06:01 PM
Updated : 17 Feb 2017, 06:01 PM

শুক্রবার রাতে বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন।

থ্রি হুইলার চলাচল বন্ধ ও ১৩ ফেব্রুয়ারির শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা ও আটকদের মুক্তি দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল বরিশাল, পটুয়াখালি ও বরগুনা বাস মালিক সমিতি।

গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ৯টায় বরগুনা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ ও বাস মালিকদের যৌথ সভা হয়। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

সভায় বরগুনা জেলা প্রশাসক বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরিশাল বিভাগীয় বাস মালিস সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন, পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা ও সাধারণ সম্পাদক দুলু মৃধা, বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেন ও বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু উপস্থিত ছিলেন।