সিরাজদিখানে জলাতঙ্কের টিকা নেই

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না থাকায় ‘পাগলা কুকুর কামড়ানো’ অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়া যায়নি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 11:14 AM
Updated : 17 Feb 2017, 11:14 AM

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার শেখরনগর ও চিত্রকোট ইউনিয়নে কুকুরের কামড়ে এরা আহত হয়েছেন।

এদের মধ্যে শুভ রাজবংশী ((৮), সাদিয়া আক্তার (৭), বীথি আক্তার (৮), শচীন্দ্র মন্ডল (৬০), মাহিন (১০), বিকাশ (১১) ও ইয়ামীনকে (৩৮) ঢাকায় পাঠানো হয়েছে বলে শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন।  

নজরুল ইসলাম বলেন, শেখরনগর ও চিত্রকোট ইউনিয়নের বরাম, আড়াইবাড়িয়া, ঘোষনগর, চিত্রকোট ও গোপালপুর গ্রামে একটি পাগলা কুকুর অন্তত ১৫ জনকে কামড় দিয়েছে। গ্রামবাসী এখন আতঙ্কের মধ্যে আছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল হোসেন জানান, আহত অনেক রোগীই স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল, কিন্তু প্রয়োজনীয় ‘ভ্যাকসিন না থাকায়’ তাদের চিকিৎসা দেওয়া যায়নি। তাদেরকে ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরমর্শ দেওয়া হয়েছে।