সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন

নতুন নির্বাচন কমিশন বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 10:22 AM
Updated : 17 Feb 2017, 11:10 AM

শুক্রবার রাঙামাটিতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ভবিষ্যতে এই কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এজন্য যা যা করণীয় কমিশন তা করবে।

শনিবার বাঘাইছড়ি পৌর নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা শুক্রবার নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

বাঘাইছড়ি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র আজিজুর রহমান।

নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন, সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন।

পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।