দুই পক্ষের দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে

ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতি ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 08:00 AM
Updated : 17 Feb 2017, 08:06 AM

সমিতি গত বৃহস্পতিবার সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয়। ফলে জেলার বাস, ট্রাক, ট্যাংক-লরিসহ সব ধরনের চার চাকার যানবাহন দুই দিন ধরে বন্ধ রয়েছে। তবে ঠাকুরগাঁওয়েরে ওপর দিয়ে অন্যান্য জেলার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন অভিযোগ করেন, “জেলার ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন বিভিন্ন জায়গায় গাড়ি থেকে চাঁদা তুলছে। এটা বন্ধ হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করব। না হলে ধর্মঘট চলতে থাকবে।”

অপরদিকে পাল্টা অভিযোগ করেছে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি মো. জয়নুদ্দীন বলছেন, “চাঁদা আদায় করছে মালিক সমিতি। শ্রমিক ইউনিয়ন নয়।”

দ্বন্দ্ব মেটানোর জন্য চেষ্টা চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।