পুলিশকে ঘুষ দিতে এসে আইনজীবীর সহকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষ দিতে দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক আইনজীবীর সহকারী।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 10:43 AM
Updated : 16 Feb 2017, 10:43 AM

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকার জানান, বুধবার রাত সাড়ে ১০টায়থানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল (২২)নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী হিসেবেকাজ করেন।

এ সময় তার কাছ থেকে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক নাসির উদ্দিন বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত র‌্যাবঅভিযান চালিয়ে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূলহোতা মো. জাকির হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছাসহ ছয়জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

“এই ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদের দুইদিনের রিমান্ডে পায় পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানায় এসে রুবেল রিমান্ডে থাকা আসামিদের মধ্যে জাকির ও তার স্ত্রীকে রিমান্ডে বেশি জিজ্ঞাসাবাদ না করেআদালতে পাঠানোর জন্য ৪৫ হাজার টাকা ঘুষ দিয়ে তদবির করতে থাকেন।”

পরে ঘুষ দেওয়ার অপরাধে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনজীবী জুবায়ের আলম জীবন বলেন, “মাহমুদুল হাসান রুবেল অফিসে আসেনি। ঘুষের বিষয়টি আমার জানা নেই।বিষয়টি আমি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি।”