দেড় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দেড় ঘণ্টা বিঘ্নিত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 09:24 AM
Updated : 16 Feb 2017, 09:25 AM

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আপ ও ডাউন- দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ঢাকার পথে রওনা হওয়ার জন‌্য ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ওই সময়ে অন‌্য লাইন দিয়ে ট্রেন যোগাযোগ চালু রাখা হয়। পরে একটি বিকল্প ইঞ্জিন লাগিয়ে তিতাস কমিউটার গন্তব‌্যের পথে রওনা হলে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হয় বলে মাঈনুল হক জানান।  

তিনি বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে মেরামতের কাজ চলছে।