‘কানের দুল ও চেইনের লোভে দুই শিশুকে হত্যা’

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফতেপুর মহল্লার শিশু সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহাকে স্বর্ণের কানের দুল ও চেইনের লোভেই হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 01:55 PM
Updated : 15 Feb 2017, 01:56 PM

বুধবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল বলেন, দুই শিশুর কানে স্বর্ণে দুল ও গলায় চেইন ছিল। ওই স্বর্ণালঙ্কারের লোভেই লাকি খাতুন তাদের হত্যা করে।

মঙ্গলবার লাকির বাড়ি থেকেই পুলিশ ওই দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে। সেসময় আটক করা হয় লাকিসহ তার শ্বশুর ভ্যান চালক ইয়াসিন আলী ও শাশুড়ি তানজিলা খাতুনকে।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য লাকিকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হবে বলেও এসপি জানান।

নিখোঁজের পর মালিহার বাবা আব্দুল মালেকের করা মামলায় এ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রোববার দুপুরে নিখোঁজ হয় মেঘলা ও মালিহা।নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার সন্ধ্যায় ফতেপুরের ইয়াসিনের বাড়ির একটি ঘর থেকে তাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।