গৌরীপুরের উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা তায়েবুর রহমান হিরণকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 08:02 AM
Updated : 15 Feb 2017, 08:36 AM

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলা পরিষদের সামনে থেকে হিরণকে গ্রেপ্তার করা হয়।

তায়েবুর রহমান হিরণ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক। গৌরীপুরের সীমান্তবর্তী নেত্রকোণার পূর্বধলা থানায় ২০১৫ সালে তার বিরুদ্ধে নাশকতার এই মামলা করা হয়।পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

ওসি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরণকে রাতেই জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে।তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি।

হিরণের ছোট ভাই কামরুল ইসলাম কিরণ বলেন, মঙ্গলবার ময়মনসিংহ -৩ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের সঙ্গে হিরণের ‘কথা কাটাকাটি’ হয়।এর জের ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভাইয়ের দাবি।

তবে সাংসদের সঙ্গে হিরণের কী নিয়ে বিরোধ- সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কিরণ।

এ বিষয়ে জানতে চাইলে সাংসদ নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন মাস ধরে হিরণের সঙ্গে আমার দেখা হয়নি। তাকে গ্রেপ্তারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।”