লক্ষ্মীপুরে সালিশে পেটানোর ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের কমলনগরে সালিশে এক কিশোরীসহ দুজনকে পিটিয়েছেন চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী। মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 05:38 PM
Updated : 13 Feb 2017, 05:58 PM

ইউছুফ চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর একটি সালিশে মারধরের এ ঘটনা ঘটেছে। মারধরের স্বীকার ওই দুইজন উপজেলার চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।

ওই ভিডিওতে দেখা যায়, সালিশের চেয়ারম্যান ইউছুফ আলী ও আরেকজন লাঠি নিয়ে এক ব্যক্তিকে মারধর করছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে তাকে লাথি মারেন তিনি। এরপর পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরীকেও একইভাবে মারধর করেন চেয়ারম্যান।

সালিশে ওই দুজনকে মারধরের কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা ইউছুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ডিসেম্বরের প্রথম দিকে শ্যালিকাকে (ওই কিশোরী) নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। পরিবারের লোকজন তাদের ধরে এনে গত ৩১ ডিসেম্বর আমার কাছে সালিসে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দুই-একটা চড়-থাপ্পড় দিয়েছি।”

নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন।