শিক্ষার্থীদের পেটানোয় শিক্ষক বরখাস্ত

ক্লাসের পড়া না পারায় ছাত্র-ছাত্রীদের মারধরের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 03:01 PM
Updated : 13 Feb 2017, 03:01 PM

সোমবার বিকালে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন।

বরখাস্ত আব্দুল কাদের খান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানায়, রোববার আব্দুল কাদের খান পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। এসময় ক্লাসে উপস্থিতি অধিকাংশ শিক্ষার্থী পড়া না পারায় তিনি সবাইকে মারধর শুরু করেন। এ সময় তার মারধরে তিন ছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে।

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সোমবার সকাল ১১টায় স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে।

নবেজ উদ্দিন বলেন, খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মণ ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন দেন। নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খগেন্দ্র নাথ রায় বলেন, শিক্ষক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের সঙ্গে যা করেছেন তা একজন শিক্ষক হিসেবে তিনি কোনভাবেই করতে পারেন না।

আব্দুল কাদের খান মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “ঘটনাটি এতদূর গড়াবে তা ভাবিনি। ঘটনার জন্য অনুতপ্ত।”