দুর্নীতির মামলায় সাবেক সাংসদের ৯ বছর কারাদণ্ড

আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় পটুয়াখালী-২ আসনের (বাউফল) সাবেক সংসদ সদস্য বিএনপির নেতা মো. শহিদুল আলম তালুকদারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 01:28 PM
Updated : 13 Feb 2017, 01:28 PM

সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

এছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয়মাসেরকারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে তার সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে দুর্নীতি দমন কমিশনের পিপি গাজী নেছারউদ্দিন জানান, এক লাখ ৫৭ হাজার টাকার সমপরিমাণ অর্থের তথ্য গোপন এবং ২৩ লাখ ৩৫ হাজার ৬২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ২৫ এপ্রিল সাবেক সংসদ সদস্য ও বাউফল উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি মো.শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকমো. লুৎফুর রহমান বাদী হয়ে দুইটি মামলা করেন।

ওই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এক লাখ ৫৭ হাজার টাকা সমপরিমাণ অর্থের তথ্য গোপন করার অপরাধ প্রমাণিত হওয়ায় দুই বছর এবং ২৩ লাখ ৩৫ হাজার ৬২০ টাকার সম পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি নেছার উদ্দিন।