সুন্দরবনে র‌্যাব-বনদস্যু ‘বন্দুকযুদ্ধ’, গ্রেপ্তার ২

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সঙ্গে বনদস্যুদের কথিত বন্দুকযুদ্ধে ‘নূর বাহিনীর প্রধানসহ’ দুইজন গ্রেপ্তার হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 08:31 AM
Updated : 13 Feb 2017, 08:31 AM

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সোমবার সকালে কলাগাছিয়ার পশুরতলা খালে এই বন্দুকযুদ্ধ হয়।

আটককৃতরা হলেন - কথিত নূর বাহিনীর প্রধান নূর হোসেন ও তার প্রধান সহযোগী আব্বাস।

র‌্যাব কর্মকর্তা আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে নূর বাহিনী র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।

“র‌্যাব পাল্টা গুলি করলে নূর ও তার প্রধান সহযোগী আব্বাস ধরাশায়ী হয়।”

এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানান র‌্যাব কর্মকর্তা আদনান।