মেয়র মিরুর রিমান্ড শুনানি, শাহজাদপুর থমথমে

সাংবাদিক শিমুল হত্যামামলায় মেয়র মিরুসহ আট আসামির রিমান্ড আবেদন শুনানি কেন্দ্র করে সিরাজগঞ্জের ছোট্ট শহর শাহজাদপুর এখন থমথমে; নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 04:12 AM
Updated : 13 Feb 2017, 05:21 AM

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হকের আদালতে শাহজাদপুরে সোমবার এই শুনানি হওয়ার কথা।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু, তার দুই ভাই মিন্টু ও পিন্টুসহ আটজনের রিমান্ড আবেদনের শুনানি কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছ।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীমুন রাজিবের নেতৃত্বে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।”

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এসব ঘটনায় দুটি মামলা হয়। মেয়র ও তার দুই ভাই উভয় মামলার আসামি।