ঝিনাইগাতীতে স্বর্ণপেঁচার সন্ধান

শেরপুরের ঝিনাইগাতী থেকে বিরল প্রজাতির একটি স্বর্ণপেঁচা উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 01:11 PM
Updated : 12 Feb 2017, 01:11 PM

বোরবার দুপুরে ঝিনাইগাতী থানার পুরাতন ভবনের সামনের একটি গাছের নিচে থেকে পেঁচাটি উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি জানান।

তিনি বলেন, “দেড়টার দিকে ওসি মিজানুর রহমান পেঁচাটির দেখতে পেয়ে আমাদের অবহিত করেন। পরে তা উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ কর্মকর্তা মো. নিশাত হাসান রনি বলেন, উদ্ধারকৃত পেঁচাটি বিরল প্রজাতির স্বর্ণপেঁচা। অসুস্থ পেঁচাটির চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে।