শাহজাদপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনকে দণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনকে আটক করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 12:34 PM
Updated : 12 Feb 2017, 01:14 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজিব জানান, রোববার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া ফকিরপাড়া সংলগ্ন যমুনা নদী তীরবর্তী বাঁধ এলাকায় অভিযান চালিয়ে বাংলা ড্রেজার ও বলগেটসহ চারজনকে আটক করা হয়।

“পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারা ও অর্থ দণ্ড দেওয়া হয়েছে।”

এ সময় দুটি বাংলা ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামখারুয়া গ্রামের পিঞ্চির মোল্লার ছেলে মোকছেদ মোল্লা (৫০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দইসাড়া গ্রামের ইউনুস সেখের ছেলে আনছার আলী (৩৩), রাজবাড়ী সদরের আনছার বিশ্বাসের ছেলে মহসিন বিশ্বাস (৩০) ও ড্রেজার মালিক রামখারুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নূর উদ্দিন।

এদের মধ্যে মোকছেদকে দুই বছর এবং আনছার আলী ও মহসিন বিশ্বাসকে এক মাস করে কারাদণ্ড এবং নূর উদ্দীনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।