সাত খুনে ফাঁসির আসামি আলীমের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আলীম আদালতে আত্মসমর্পণ করেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 08:09 AM
Updated : 12 Feb 2017, 11:01 AM

রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির হন সাবেক সৈনিক আলীম।

আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ফাইল ছবি

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন, যাদের মধ‌্যে ১৬ জনই র‌্যাব সদস‌্য। এছাড়া আরও নয়জন র‌্যাব সদস‌্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

আসামিদের মধ‌্যে আলীমকে নিয়ে মোট ২৫ জন এ পর্যন্ত গ্রেপ্তার হলেন।

মামলার রায় ঘোষণার সময় ২৫ দণ্ডিতের মধ্যে ২৩ জন আদালতে হাজির এবং ১২ আসামি পলাতক ছিলেন।

এদের মধ্যে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা শহর থেকে সার্জেন্ট এনামুল কবীরকে পুলিশ গ্রেপ্তার করলে পলাতক ছিলেন ১১ জন। আব্দুল আলীম আত্মসমর্পণ করার পর এখন পলাতক রয়েছেন ১০ জন।