প্রাণ গেল ‘ভাইয়ের পরিবারের হাতে’, গ্রেপ্তার ৩

ঝিনাইদহে অসতর্কতাবশত বিদ্যুতের মিটার ভাঙার জেরে ‘বড় ভাইয়ের পরিবারের সদস্যদের মারধরে’ ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 06:16 AM
Updated : 12 Feb 2017, 06:16 AM

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

ওসি আমিনুল মামলার বরাতে বলেন, শনিবার রাতে বড় ভাই নূর মোহাম্মদ ট্রাকে করে আসবাবপত্র নিচ্ছিলেন বাড়িতে। এ সময় ট্রাকের ধাক্কায় ছোট ভাই ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে যায়। এ নিয়ে ইসলাম ও মোহাম্মদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“একপর্যায়ে ইসলামের গলা চেপে ধরেন মোহাম্মদ এবং তার ছেলেরা মারধর করেন। পরে আহত ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রাতেই নিহত ইসলামের ছেলে মাহবুব আলম আকাশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি আমিনুল।

গ্রেপ্তারকৃতরা হলেন - প্রধান আসামি মোহাম্মদ, আতিয়ার রহমান ও হাসান মোল্লা।