সাভারে বাস উল্টে চালক সহকারী নিহত, আহত ২০

ঢাকার সাভারে একটি মিনিবাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকসহ অন্তত ২০ জন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 05:41 AM
Updated : 12 Feb 2017, 05:41 AM

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সকালে সাভারের রেডিওকলোনি এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন যাত্রীদের নিয়ে একটি মিনিবাস উলাইল এলাকায় যাচ্ছিল।

“মহাসড়কের গেন্ডা এলাকায় সামনের ডান পাশের চাকা ফেটে মহাসড়কের উপর উল্টে যায় মিনিবাসটি। ঘটনাস্থলেই মিনিবাসটির চালকের সহকারী মারা যান।”

আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের লাশ থানায় আনা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

আল মুসলিম গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (নিরাপত্তা) ফরহাদ খান জানান, দুর্ঘটনায় তাদের কারখানার আট জন শ্রমিক আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।