দশ দিনেও উদ্ধার হয়নি মিন্টুর হাতের শটগানটি

সাংবাদিক শিমুল হত্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টু গ্রেপ্তার হলেও তার হাতে থাকা শটগানটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

ইসরাইল হোসেন বাবু সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 03:03 PM
Updated : 11 Feb 2017, 03:04 PM

শনিবার শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মিন্টুর শটগানটি উদ্ধারের চেষ্টা চলছে।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা যান।

ঘটনার পর শিমুলের স্ত্রী মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা সংঘর্ষের একটি ভিডিওতে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর হাতে শটগান দেখা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক মনিরুল বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় মেয়রের লাইসেন্সকৃত শটগান, ৪৩ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

“মেয়রের ভাই মিন্টুকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলেও ঘটনার দিন তার হাতে থাকা অবৈধ শটগানটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।”

অস্ত্রটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান এই পরিদর্শক।