ছাত্রীকে ‘বিবস্ত্র করে ভিডিও ধারণ’: ৩ জনের বিরুদ্ধে মামলা 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 01:10 PM
Updated : 11 Feb 2017, 01:10 PM

শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেন বলে কোটালীপাড়া থানার পরির্দশক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান।

আসামিরা হলেন, কান্দি গ্রামের শ্রীধাম মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসু।

মামলার নথি থেকে জানা যায়, গত রোববার রাতে মেয়েটি ঘর থেকে বের হয়ে বাইরে শৌচাগারে যাচ্ছিল। ওই সময় কান্দি গ্রামের সম্রাট মন্ডল, তার সহযোগী সজল বিশ্বাস ও মিঠু বসু তার মুখ চেপে তুলে শৌচাগারের কাছে নিয়ে যায়।

সেখানে তাকে বিবস্ত্র করে শৌচাগারের বৈদ্যুতিক বাতির আলোতে মোবাইল ফোনে ভিডিও করে এবং ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

সম্রাট ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা শনিবার ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পরির্দশক মোস্তাফিজুর ।