মাগুরায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৪

মাগুরা সদরে মাইক্রোবাস দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন; আহত হন ছয়জন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 11:21 AM
Updated : 11 Feb 2017, 11:21 AM

মাগুরা-যশোর সড়কের শেখপাড়ায় শনিবার সকালে এ দুর্ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন খাদিজা বেগম, ছুটু বিবি, মজিরন বেগম (৫০) ও করম আলী। করম আলী ছাড়া বাকিরা এক পরিবারের বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

হতাহত সবার বাড়ি রাজবাড়ির দৌলতদিয়া উপজেলার চেনাপোতা গ্রামে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাগুরা সদর থানার এসআই জাহিদুর রহমান জানান, হতাহতরা সকালে দৌলতদিয়ার চেনাপোতা গ্রাম থেকে ভারতের আজমির শরীফে যাওয়ার জন্য যশোরের বেনাপোল সীমান্তে যাচ্ছিলেন।

“মাগুরা- যশোর সড়কের শেখপাড়ায় পৌঁছলে বিপরীতমুখী একটি ‘ট্রাক’ মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে আঘাত করে।

“ঘটনাস্থলেখাদিজা বেগম ও ছুটু বিবি নিহত হন। একজন মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজনের মৃত্যু হয় ঢাকা নেওয়ার পথে।”

নিহতদের আত্মীয় মাছুদ হাসান জানান, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেলে মজিরন বেগম মারা গেছেন। এর কিছু সময় পর ঢাকা নেওয়ার পথে মারা যান করম আলী।

করম আলী দৌলতদিয়া ঘাট এলাকার একজন ব্যবসায়ী। খদিজা, ছটু বিবি ও মজিরন একই পরিবারের সদস্য বলে মাছুদ জানান।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান জানান, দুজনের লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটিকে একটি ‘ট্রাক’ ধাক্কা দিয়েছিল বলে আহতদের একজন জানিয়েছিলেন।

ঘটনাস্থলে শুধু মাইক্রোবাসটিকেই পড়ে থাকতে দেখা য়ায়। ট্রাকটিকে পাওয়া যায়নি বলে তিনি জানান।