বাবাকে গালা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

শরীয়তপুরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার কলেজ পড়ুয়া ছেলের বিরুদ্ধে।  

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 11:53 AM
Updated : 10 Feb 2017, 11:53 AM

গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোট কালিনগর গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান।

নিহত ওয়ারেছ খান (৭০) ওই এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে দবির উদ্দিন খানকে (২২) পুলিশ আটক করেছে। তিনি স্থানীয় শামসুর রহমান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত ওয়ারেছ খানের ভাতিজা রুবেল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দবির ‘মানসিকভাবে ভারসাম্যহীন’। সম্প্রতি তিনি বিয়ে করলেও কয়েকদিন যেতে না যেতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান।

“এরপর থেকেই স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য দবির তার বাবাকে বারবার অনুরোধ জানালেও ছেলের ‘মানসিক সমস্যার’ কথা বিবেচনা করে এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি তিনি।” 

রুবেল বলেন, এর জেরে সকাল ৯টার দিকে দবির ধারালো দা দিয়ে ওয়ারেছকে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে দেন। এরপর গলায় কোপ দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গিয়ে দবিরকে আটক করে গোসাইরহাট থানায় হস্তান্তর করে বলে জানান তিনি।

নিহতের মেয়ে নাজমা বেগম বলেন, “আমার ছোট ভাই দবিরের ‘মানসিক সমস্যা’ দেখা দিলে পরিবারের সিদ্ধান্তে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরে দবিরকে ফেলে তার স্ত্রী চলে যান।

“তার স্ত্রীকে ফিরিয়ে আনতে যায়নি বলে দবির বাবাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে।”

ওসি মেহেদী বলেন, মানসিক ভারসাম্যহীন ছেলে দা দিয়ে বাবাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।