জামালপুরে ৩ ‘অপহরণকারী’ গ্রেপ্তার

জামালপুরের দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারসহ অপহৃত দুইজনকে উদ্ধারের খবর দিয়েছে র‌্যাব।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 09:39 AM
Updated : 10 Feb 2017, 09:39 AM

র‌্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে ওয়েল্ডিং মেকানিক রনি মিয়া (২৪) ও আব্দুল আল ফরহাদকে (১৯)।

গ্রেপ্তারকৃতরা হলেন - সাজ্জাত হোসেন (২৮), আনোয়ার হোসেন (২৭) ও বাদল শেখ (৩৫)।

র‌্যাব কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা কৌশলে দুই ওয়েলডিং মেকানিককে কাজের কথা বলে ঢাকা থেকে জামালপুরে ডেকে নিয়ে দুর্গম চরাঞ্চলে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।

“পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। আর গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের তিন সদস্যকে।”

এছাড়া তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, মুক্তিপণের ১৬ হাজার ৪৫০ টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা শফিকুল।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা ও জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।