নীলফামারীতে জমির বিরোধে সংঘর্ষে একজনের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 09:11 AM
Updated : 10 Feb 2017, 09:11 AM

ডিমলা থানার এসআই শাহবুদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সহিদুল ইসলাম (৩০) ওই উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্ব সাতজান গ্রামের আব্দুল গনির ছেলে।

এসআই শাহবুদ্দিন এলাকাবাসীর বরাতে বলেন, ওই গ্রামের দুই ভাই আব্দুর রাজ্জাক ও আব্দুল গনির মধ্যে দীর্ঘদিন ধরে ১৫ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে রাজ্জাক ওই জমি তার বড় ভাই গনির কাছে বিক্রি করেন।

“বৃহস্পতিবার সকালে রাজ্জাকের পরিবার বিক্রি করা ওই জমিতে চাষ দিতে গেলে গনির পরিবার বাধা দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষ হলে গনির ছেলে ছেলে সহিদুল ও আলমগীর হোসেন (২৮) এবং রাজ্জাকের ছেলে আব্দুন নূর (২৫) আহত হন।”

পরে সহিদুল মারা যান জানিয়ে এসআই শাহবুদ্দিন বলেন, এ ঘটনায় শুক্রবার বেলা ১১টার দিকে রাজ্জাকের ছেলে দুলাল হোসেন (২১) ও রহুল আমিনকে (১৮) আটক করা হয়েছে।

নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এসআই শাহবুদ্দিন।