মেয়র মিরুকে বহিষ্কারের নোটিশ কারাগারে

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুকে দল থেকে সাময়িক বহিষ্কারের পর কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শাও নোটিশ কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 07:52 AM
Updated : 10 Feb 2017, 08:22 AM

সিরাজগঞ্জের কারাগার সুপার আল-মামুন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে মিরুকে এই নোটিশ পৌঁছে দেওয়া হয়।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এ ঘটনায় মিরুকে প্রধান আসামি করে মামলা হলে তাকে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরুকে দেওয়া কেন্দ্রীয় কমিটির নোটিশে ১৫ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়।

“সাময়িক বহিষ্কারের পর নোটিশে তাকে কেন দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।”

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মিরু ও তার ভাইসহ ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করতে পেরেছে।