কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামে রৌমারী সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 07:40 AM
Updated : 10 Feb 2017, 08:37 AM

রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) রুহানী জানান, দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামের ধর্মপুর সীমান্তে শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত টুলু মিয়ার (৬০) বাড়ি কাউয়ার চর এলাকায়। তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

আর আহত সিফাদ আলী (৩৫) ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্লার ছেলে। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান।

তিনি বলেন, শুক্রবার ভোরে ৮/১০ জনের পাচারকারী সীমান্ত দিয়ে গরু পারাপার করছিল। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই টুলু নিহত হন।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আতিকুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। দুপুরে পতাকা বৈঠক হওয়ারও কথা রয়েছে।