চাঁদপুরে ইমাম খুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজান দেওয়ার সময় ‘মাদকাসক্ত’ এক ব্যক্তির লাঠির আঘাতে বৃদ্ধ ইমামের মৃত্যু হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 02:44 AM
Updated : 10 Feb 2017, 03:05 AM

নিহত ফজলুল হক (৯০) ছিলেন মতলব পৌরসভার দশপাড়া এলাকার কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের ইমাম ও মতলব বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক ধর্মশিক্ষক।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার ইমাম হত্যার অভিযোগে পুলিশ মাদকাসক্ত বলে কথিত এক যুবককে আটক করেছে।

আটক বিপ্লব (৩৫) একই গ্রামের কলমতরের ছেলে।

ওসি কুতুব এলাকাবাসীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফজলুল হক বৃহস্পতিবার দুপুরে মসজিদে আজান দিচ্ছিলেন।

“হঠাৎ পেছন থেকে এসে বিপ্লব লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। চিৎকার শুনে লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।”

ফজলুল হকের মেয়ে নাসিমা বলেন, “মসজিদের ইমাম নিয়োগ নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে। আর যে যুবক হামলা করেছে সে মাদকসেবী। আমি আমার বাবার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আটক বিপ্লবের বাবা কলমতর সাংবাদিকদের বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ভুল করে এ কাণ্ড করে ফেলেছে।”

ঘটনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি কুতুব উদ্দিন।