নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 01:45 PM
Updated : 9 Feb 2017, 01:46 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের মাটিয়ালের দোলা এ ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ থানার ওসি মুহা. বজলুর রশীদ জানান।

নিহতরা হলেন, ওই ইউনিয়নের কালিকাপুর গ্রামের টুন্নু মাহমুদের ছেলে সাবুল হোসেন (৩০) ও একই গ্রামের হুজুর আলীর ছেলে নাজির হোসেন (২৮)।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, বোরো আবাদের নতুন সেচ সংযোগের জন্য বাঁশের খুঁটি দিয়ে তার টানছিলেন ওই দুই কৃষক। এ সময় নতুন টানানো তারের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের মূল তারের হঠাৎ সংযোগ হলে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ পিডিবির আবাসিক প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, নিজেরাই বিদ্যুৎ সংযোগের কাজ করতে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা যদি পিডিবি লোকজন দিয়ে কাজ করাতো তাহলে এই ঘটনা ঘটতো না।