ফরিদপুরে ব্যবসায়ী হত্যায় ৩ জনের ফাঁসির দণ্ড

ফরিদপুরে পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় তিন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 12:15 PM
Updated : 9 Feb 2017, 01:57 PM

বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ মুসরাত জেরীনের আদালত এ রায় দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. জামির আলী (২৭), মো. এনামুল কবির ওরফে এনামুল কাজী (২৯) ও মিন্টু শেখ।

এর মধ্যে মিন্টু শেখ পলাতক রয়েছেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার জাহিদ হোসেন জয় জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বারোখাদা ব্রিজের কাছে আসামিরা রাজবাড়ীর সদর উপজেলার মজলিসপুর গ্রামের পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

ওইদিনই নিহতের স্ত্রী মোসা. শিউলী বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ২/৩ জনের নামে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।