মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, আটক ২

কক্সবাজারের মহেশখালীতে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ দুই ‘সন্ত্রাসীকে’ আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 11:57 AM
Updated : 9 Feb 2017, 11:57 AM

হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে এ বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

আটককৃতরা হলেন কেরুনতলী এলাকার আনু মিয়া (৩০) ও আব্দুল আজিজ (২৭)।

আহত এসআই মোহাম্মদ মেহেদী, কনস্টেবল মো. সোহেল ও মোহাম্মদ পারভেজকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি প্রদীপ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, র‌্যাবের মামলায় পলাতক কয়েকজন আসামিকে গ্রেপ্তারে অভিযানের সময় ‘সন্ত্রাসীরা’ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও ২০ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে দুইটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়।”

তিনি জানান, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের পাহাড় থেকে আরও তিনটি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে আটককৃতদের বিরুদ্ধে আগের কোনো মামলা ছিল কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।