ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় আহত ৩২

ময়মনসিংহে দুটি সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩২ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 10:41 AM
Updated : 9 Feb 2017, 10:49 AM

সদর উপজেলার চরঘাগড়া ও শিকারীকান্দা এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান।

চরঘাগড়ায় আহতদের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসাপাতাল এবং শিকারীকান্দায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি কামরুল জানান, চরঘাগড়া গ্রামের মাইনুদ্দিন ফকির পীরের মাজারের ওরস থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে একটি বাস টাঙ্গাইলে ফিরছিল।

“বেলা ১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে শিশু ও নারীসহ ২৫ যাত্রী আহত হয়।”

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে।

তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এছাড়া সকাল ৯টার দিকে শিকারীকান্দা হৃদয়ের মোড় এলাকায় মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত এসএসসি পরীক্ষার্থী আহত হন বলে ওসি কামরুল ইসলাম জানান।

আহতরা সবাই স্থানীয় আমলীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ।

এদের মধ্যে রুবিনা আক্তার (১৬), সানজিদা আক্তার (১৭) ও ফাহিম ইসলামকে (১৬) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।