পাবনায় ‘র‌্যাব পরিচয়ে’ ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পাবনা শহরে ‘র‌্যাব পরিচয়ে’ এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 05:33 PM
Updated : 8 Feb 2017, 05:33 PM

এ নিয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আব্দুল হামিদ রোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে ফল ব্যবসায়ীরাবিক্ষোভ করেছে বলে সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

পাবনা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকালে খেদমত ফল স্টোর থেকে এক ব্যক্তি দুই কেজি ফল ক্রয় করেন।

শামিম হোসেন

“রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে পঁচা ফল দেওয়ার অজুহাতে দোকান মালিক শামিম হোসেনকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যায়।”

এ ঘটনায় স্থানীয় ফল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান তিনি।

পাবনা চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহ সভাপতি মাহবুব উল আলম মুকুল বলেন, “আগামী তিনদিনের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে পাবনার ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করবে।”

ওসি রাজ্জাক বলেন, ঘটনাটি আসলে কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পাবনা র‌্যাব ক্যাম্পের কমান্ডার বীনা রাণি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেই ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

যদি কোনো র‌্যাব সদস্য এ কাজে জড়িত থাকে তার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।