রুয়েট উপাচার্যকে অবরুদ্ধের ঘটনা তদন্তে কমিটি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 02:11 PM
Updated : 8 Feb 2017, 02:13 PM

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা এবং তাদের সঙ্গে অসদচারণের ঘটনায় অধ্যাপক মো. শহীদ উদ জামানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

“এই কমিটিকে শিগগিই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অধ্যাপক মো. আব্বাস আলী, অধ্যাপক মো. মাজেদুর রহমান, মো. রবিউল ইসলাম ও মো. শাহেদ হাসান তুষার।

শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে বুধবারও কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি।

পাসের জন‌্য ন্যূনতম ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে ২৮ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন করে আসছিল রুয়েটের ২০১৩-১৪ -১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ওই দুই সিরিজের শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে প্রশাসন।

পরের দিনই শিক্ষার্থীদের একটি আবাসিক হল (টিনশেড হল) বন্ধ ঘোষণা করা হয়।

একই দাবিতে শনিবার দুপুর ১টার পর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করেন। এ সময়ে উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগসহ বেশ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে ন্যূনতম ৩৩ ক্রেডিট পাওয়ার নিয়ম বাতিলের সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।