‘ভাই না বলায়’ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

নামের শেষে ‘ভাই না বলায়’ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 12:13 PM
Updated : 8 Feb 2017, 12:13 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী শিলু হোসেন এ অভিযোগ করেন।

শিলু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

অভিযুক্ত বরজাহান আলী বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

তবে শিলুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এ ছাত্রলীগ নেতা।

শিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ফারুক হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতা বরজাহান আমাকে ডাকতে আসেন।

“আমি তাকে বললাম, একটি বই পড়ছি, একটু পরে আসছি।এরমধ্যে উনি বললেন, আমাকে চেন? আমার নাম বল। আমি তার নাম বলি। কিন্তু তার নামের সঙ্গে ভাই না বলায় আমাকে কিল-ঘুষি ও লাথি মারেন।”

ছাত্রলীগ নেতা বরজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কর্মসূচিতে যাওয়ার জন্য শিলুকে ডাকতে গেলে সে আমার সঙ্গে বেয়াদবি করে। তাই আমি তাকে ধাক্কা দিয়েছি, মারধর করিনি।”

ওই দুজনের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।