নারায়ণগঞ্জে ডোবায় মিলল অপহৃত স্কুলছাত্রের লাশ

নারায়ণগঞ্জে অপহরণের চারদিন পর প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 12:12 PM
Updated : 8 Feb 2017, 12:12 PM

রূপগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও উপজেলার কাহিনা এলাকায় একটি ডোবা থেকে তাইজুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বলে রুপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।

গ্রেপ্তার সুজন মিয়া নিহতের বড় ভাই মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি কাপড়ের ছাপা কারখানায় কাজ করত।

ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাইজুল ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বিরকাঠালিয়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে। রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন আউয়াল মিয়া।  

তাইজুলের বাবার বরাত দিয়ে ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে স্থানীয় একটি খেলার মাঠ থেকে তাইজুলকে অপহরণের পর মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে পুলিশকে জানানো হলে মোবাইল ফোন ট্র্যাকিং করে সুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, “সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাইজুলের লাশ উদ্ধার করা হয়।”

লাশ নারায়ণগঞ্জ সদর হাসপতালে তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক।

“এ ঘটনায় নিহতের বাবা আউয়াল বাদী হয়ে রুপগঞ্জ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।”