রামুতে এক ব্যক্তিকে ‘শ্বাসরোধে’ হত্যা

কক্সবাজারের রামুতে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 10:33 AM
Updated : 8 Feb 2017, 10:33 AM

বুধবার সকালে রামুর উত্তর মিঠাছড়ি এলাকার ধানক্ষেতের পানি সেচের পাম্প ঘর থেকে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

নিহত নজু মিয়া (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার পূর্বপাড়ার মৃত আবু শামার ছেলে।

ওসি প্রভাষ বলেন, পরিবার ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ থেকে জিহ্বা বের হয়ে আছে।

“কোনো দুষ্কৃতিকারিরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে গেছে পরিবারের অভিযোগ।”

মৃত্যুর কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানান প্রভাষ।

নিহতের স্ত্রী দিলোয়ারা বেগম বলেন, “নজু মিয়া একই এলাকার জমিদার শাহ আলম চৌধুরীর পানির সেচ পাম্পে বসানো সরঞ্জামাদি পাহারা দিতেন। পাম্পের পাশে পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে রাতে থাকতেন তিনি।

“মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুষ্কৃতিকারিরা তাকে কাপড় বা দড়ি জাতীয় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।”

তবে কে বা কারা হত্যা করেছে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।