নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ট্রাক খাদে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ছয়জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 03:23 AM
Updated : 8 Feb 2017, 06:26 AM

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আষাড়িয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের জানান। 

নিহতরা হলেন - মাদারীপুরের কেন্দুয়া গ্রামের আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২), একই গ্রামের হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল  (২৬), পটুয়াখালীর গলাচিপা থানার উলায়া গ্রামের রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০) ও পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চরমোমতাজ গ্রামের  ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)।

ওসি কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি একটি কারখানার জন্য ঢাকা থেকে সাদা কাগজ নিয়ে আসছিল। ট্রাকের উপরে ছিলেন দশ শ্রমিক।

“আষাড়িয়ার চর এলাকায় সরু রাস্তায় বাঁক ঘোরানোর সময় পাশের খাদে উল্টে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পরে আশপাশের লোকজন ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।”

আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান ওসি কাদের।

তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশ চালকের খবর পায়নি। আর নিহত শ্রমিকদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে।