বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত

বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাতের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 03:09 AM
Updated : 8 Feb 2017, 05:55 AM

কাহালু থানার ওসি নূর আলম জানান, মঙ্গলবার রাত ১টার দিকে পাঁচপীর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - নন্দীগ্রাম উপজেলার দুলাল (৪৫) ও দুপচাঁচিয়া উপজেলার ইব্রাহিম (৫০)।

ওসি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে পুলিশের কাছে খবর আসে, ডাকাতরা পাঁচতীর এলাকায় সংঘবদ্ধ হয়েছে।

“পুলিশ সেখানে অভিযানে গেলে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় দুই ডাকাত আহত হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তারা মারা যায়।”

নিহতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য দাবি করে ওসি বলেন, তাদের নামে এক ডজনের বেশি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগাজিন ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানান ওসি আলম।

অভিযানকালে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও তিনি জানান।